ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯২৭

ভারতের পাঁচ রাজ্যে মুক্তি পাচ্ছে `সিতারা` 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩২ ৯ জুলাই ২০১৯  

বাংলাদেশের জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু অভিনীত 'সিতারা' ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুলাই এটি মুক্তি পাবে ভারতের ৫টি প্রদেশে। এগুলো হলো পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ।

ছবিটি নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি খবর প্রকাশ করেছেন। সেখানেই নতুন তারিখের কথা জানিয়েছেন এর পরিচালক আশীষ রায়।

একই সঙ্গে এটি মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’। ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা আশীষ রায়।

ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেছিলেন, ‌সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস 'ভোরের প্রসূতি'র প্রেক্ষাপটকে নিয়েই ছবিটির গল্প।

এতে রাইমা সেনের দেহরক্ষীর চরিত্রে আছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির গল্প। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর